একাধিক ধর্ষণ, খুনের মত গুরুতর অপরাধে তাকে আদালত দোষী সাব্যস্ত করেছে। কিন্তু আরও একবার প্যারোলে জেল থেকে ছাড়া পাচ্ছেন । এবার ধর্ষক গুরমিত রাম রহিম সিং-(Gurmeet Ram Rahim Singh)-কে ২১ দিনের জন্য প্যারোলে জেল থেকে ছাড়া হচ্ছে। চলতি বছর এবার নিয়ে তিনবার প্যারোলে মুক্তি পাচ্ছেন নিজের নামের মাঝে রাম রহিম বসিয়ে গডম্যান সাজা গুরমিত।
কখনও মায়ের শরীর খারাপ, তো কখনও নিজের শরীর খারাপ। এমন কারণে বারবার জেল থেকে সাময়িক মুক্তি পেয়ে যান রাম রহিম। খুন ও ধর্ষণের মামলায় ২০ বছর জেল হয়েছে রাম রহিমের। ২০১৭ সালের অগাস্ট মাসে তাঁকে ওই সাজা দেয় পাঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। অতীতে বারবার দেখা গিয়েছে প্যারোলে জেল থেকে বেরিয়ে একেবারে রাজকীয় জীবনযাপন করেন রাম রহিম।
খুন-ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান ধর্মগুরুর বারবার প্যারোলে মুক্তি পাওয়ায় কাঠগড়ায় উঠেছে হরিয়ানায় সরকার। ডেরা সাচ্চতা সৌদা সংগঠনের প্রধান রাম রহিম জেল থাকলেও হরিয়ানার রাজনীতিতে তাঁর ক্ষমতা-প্রভাব অনেক। সেই সুবাদে রাম রহিম গত তিন বছরে এবার নিয়ে ৮ বার প্য়ারোলে জেল থেকে ছাড়া পেতে চলেছেন। আরও পড়ুন-প্য়ালেস্টাইন সমর্থকের বিশ্বকাপের ফাইনালে মাঠে অনধিকার প্রবেশ, শাস্তিতে আপাতত একদিনের জেল
দেখুন এক্স
Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh gets another parole, released for 21 days again. He is a convict in a rape case.
(File photo) pic.twitter.com/CZfvfmszOr
— ANI (@ANI) November 20, 2023
২০২২ সালের অক্টোবরে রাম রহিমকে ৪০ দিনের জন্য মুক্তি দেয় সরকার। পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, গত কয়েক বছর ধরে বছরে গড়ে অন্তত মাস দেড়-দুয়েক জেল থেকে ছাড়া পেয়ে আরামসে থাকছেন রাম রহিম।
আম জনতা বিরোধিতা করলেও কে শোনে কার কথা। সোশ্য়াল মিডিয়ার বিরোধিতা, বেশ কিছু মহিলা সংগঠনের প্রতিবাদের পরেও রাম রহিম ছাড়া পেয়ে যাচ্ছেন নিয়মিত। রাম রহিমকে নিয়ে উত্তেজিত নেটিজেনরা সানি দেওলের দামিনী সিনেমার সংলাপ বলার ঢঙে বলছেন, প্যারোল পে প্যারোল, প্যারোল প্যারোল...