নয়াদিল্লিঃ কর্ণাটকের(Karnataka) কদাগু জেলার সুনিতকোপ্পার একটি চা-বাগানে মিলল এক যুবকের ঝলসে যাওয়া দেহ(Dead Body)। তদন্তে নেমে পুলিশ(Police) জানতে পারে দেহটি রমেশ নামে এক ব্যবসায়ীর। বয়স ৫৪। ৮ কোটি টাকা না দেওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে তাঁর স্ত্রী নীহারিকা। পুলিশ সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করে নীহারিকা। এরপর রমেশকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ৮০০ কিলোমিটার দূরে তেলেঙ্গানার কাছে একটি নির্জন জায়গায় দেহ রেখে আসা হয়। এই গোটা ঘটনায় আরও অঙ্কুর নামে একজনের নাম জড়িয়েছে। অক্টোবরের ৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন রমেশ। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে। এই ফুটেজে একটি মারসেটিজ গাড়ির গিতিবিধি লক্ষ্য করে পুলিশ। এরপর এই গাড়ির সূত্র ধরেই তিন অভিযুক্তর নাগাল পায় পুলিশ। স্ত্রী নীহারিকা সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে নীহারিকা।
৮ কোটি টাকা চেয়ে না পাওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল স্ত্রী
Wife Kills Businessman After He Refused 8 Crore, Drives 800 Km To Dump Body https://t.co/NX5ixLVJ3W pic.twitter.com/nGcBt0jjSG
— NDTV News feed (@ndtvfeed) October 28, 2024