দিল্লি, ২২ জুন: গোটা দেশ জুড়ে করোনার(Corona) ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতিতে আক্রান্ত ২২ জন। মহারাষ্ট্র (Maharashtra), কেরল এবং মধ্যপ্রদেশে মিলেছে করোনার এই নয়া প্রজাতি। এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, মহারাষ্ট্রের রত্নগিরি, জলগাঁওতে এই নয়া প্রজাতির খোঁজ মিলেছে। ডেল্টা প্লাসের জেরে মধ্যপ্রদেশ থেকেও বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলের যে জেলাগুলিতে ডেল্টা প্লাসের সংক্রমণ দেখা দিয়েছে, সেখানে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে, পরীক্ষা নীরিক্ষা চালানোর কথা বলা হয়েছে। কোনওভাবে ডেল্টা প্লাস যাতে মানুষের মধ্যে থাবা বসাতে না পারে, তার জন্য সতর্ক থাকতে হবে বলেও সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
আরও পড়ুন: 'নিয়ম মেনে টিকাকরণে জোর দিলে রোখা যাবে করোনার তৃতীয়ঢেউ'
প্রসঙ্গত মুম্বইতেও (Mumbai) ডেল্টা প্লাস হানাদারি চালিয়েছে। করোনার এই নয়া প্রজাতির জেরে মুম্বইতে ৭ জন আক্রান্ত বলে খবর। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।