নতুন দিল্লি, ১০ জুন: মহামারী করোনার জেরে রাজধানী শহরের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ফের বন্ধ হতে চলেছে দিল্লির জামা মসজিদের (Jama Masjid) দরজা। বুধবার একথা বললেন জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। মঙ্গলবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয়েছে শাহী ইমাম বুখারির সেক্রেটারি আমানুল্লাহর। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মঙ্গলবার দিল্লিতে নতুন করে কোরনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। সবমিলিয়ে রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩০৯ জন। যেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৫। এদিন দিল্লির শাহী ইমাম বুখারি বলেন, “গত ৩ জুন কোভিড-১৯ আক্রান্ত হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি হন সেক্রেটারি আমানুল্লাহ। গতকাল রাতে সেখানেই তাঁর এন্তেকাল হয়েছে।”
রাজধানী শহরে হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে। তাই স্থানীয়দের মতামত নিয়েই ফের জামা মসজিদের দরজা বন্ধ হতে চলেছে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমের সাহায্যে মানুষ জামা মসজিদ বন্ধের মতামত জানিয়েছে। তাই হয়তো আবার বিরাট জন সংখ্যার জন্য জামা মসজিদের দরজা বন্ধ হতে চলেছে। এই সময় অল্প কয়েকজনকে নিয়ে দিনে এক বা দুবার সেখানে নামাজ অনুষ্ঠিত হবে। মূলত আনলক-০১ গাইড লাইন মেনেই গত দুমাস বন্ধ থাকার পর ৮ জুন জামা মসজিদের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আরও পড়ুন-Johns Hopkins University: করোনা আক্রান্তের সংখ্যার সন্দেহজনক হিসেব, ভারতকে পচা আপেল বললেন জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক
এই প্রসঙ্গে ইমাম বুখারি আরও বলেন, “আমি ছোট ছোট অন্যান্য মসজিদ কর্তৃপক্ষদের বলেছি, তাঁরা যেন এই মর্মে বাসিন্দাদের কাছে বাড়িতে নামাজ পড়ার আবেদন রাখেন। যখন দিল্লিতে হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে তখন মসজিদে আসার কী প্রয়োজনীয়তা যখন রমজান ও ঈদের নামাজ লকডাউনের জন্য বাড়িতে পড়েছি।” গত ৮ তারিখ আনলক-০.১ মেনে দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে হোটেল রেস্তরাঁ, শপিংমল, ধর্মীয় স্থান। তবে দিল্লির পরিস্থিতি দেখে সরকার এহেন নির্দেশিকার পুনর্বিবেচনা করতে পারে বলে মনে করেন শাহী ইমাম।