দিল্লি, ৮ অক্টোবর: ঘুমন্ত স্বামীর (Husband) উপর গরম তেল ঢেলে দিল স্ত্রী (Wife)। গরম তেলের সঙ্গে শুকনো লঙ্কার গুড়োও স্বামীর উপর ছুঁড়ে দিতে দেখা যায় স্ত্রীকে। দিল্লির মাদাঙ্গির এলাকা থেকে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।
গত ৩ অক্টোবর ফার্মাসিউটিকাল কর্মী দিনেশ যখন নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন, সেই সময় তাঁর স্ত্রী গরম তেল এবং শুকনো লঙ্কা গুড়ো ছুঁড়ে দেয়। মাঝ রাতে ঘুমন্ত স্বামীর উপর যেভাবে ফুটন্ত তেল স্ত্রী ঢেলে দেয়, তাতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। এরপর তাঁকে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৩ সেপ্টেম্বর দীনেশ যখন স্ত্রী, কন্যার সঙ্গে ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। রাত ৩.১৫ নাগাদ দীনেশ সারা শরীরে ব্যাথা, যন্ত্রণা অনুভব করেন। সেই সঙ্গে জ্বালা। চোখ খুলে দীনেশ দেখতে পান, স্ত্রী তাঁর সামনে দাঁড়িয়ে তাঁর উপর গরম তেল ছুঁড়ে দেয়। এরপর পোড়া জায়গার উপর লঙ্কার গুড়ো ছুঁড়ে দিতে দেখা যায় দীনেশের স্ত্রীকে।
শুধু তাই নয়, রাগের গড়গড় করতে করতে স্ত্রীকে বলতে শোনা যায়, তুমি যদি চিৎকার করো, তাহলে আরও তেল ঢেলে দেব। তবে ব্যাথা, যন্ত্রণায় দীনেশ যখন আরও জোরে চিৎকার শুরু করেন, সেই সময় নীচের তলার লোকজন, বাড়ির মালিক সেখানে ছুটে যান। এরপর দীনেশকে উদ্ধাপ করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে খবর, দীনেশ এবং তাঁর স্ত্রী ৮ বছর ধরে বিবাহিত। গত ৮ বছর ধরে বিবাহিত হলেও, তাঁদের সম্পর্ক একেবারেই ভাল ছিল না। নিত্যদিন তাঁদের মধ্যে অশান্তি লেগেই ছিল। গত ২ বছর আগে দীনেশের বিরুদ্ধে তাঁর স্ত্রী এফআইআর দায়ের করেন। তবে বিষয়টি আলোচনার মাধ্যমে দুজনের মিটিয়ে নেওয়ার উদ্যোগ নেন।