নতুন দিল্লি, ২২ জুন: কাকভোর থেকেই মুষলধারার বৃষ্টিতে ভিজছে রাজধানী (Delhi)। সোমাবার কাজের দিনে ভারী বৃষ্টিপাতে ইতিমধ্যেই বেশকিছু এলাকায় জল জমতে শুরু করেছে। জলমগ্ন দিল্লির বুরারি এলাকা। মৌসম ভবন জানিয়েছে, আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। সঙ্গে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সাতসকালেই বৃষ্টি এসে রাজধানীর তাপমাত্রা এক ধাক্কায় ২৯ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এনেছে। তীব্র তাপপ্রবাহ কমে যাওয়া স্বস্তিতে রাজধানী। গত দুদিন ধরেই রাজধানীতে বজ্র বিজ্যুৎ-সহ বৃষ্টি চলছে। যার জেরে তাপ মাত্রা হু হু করে নামতে থাকে, জনমানসে স্বস্তি ফেরে। শুক্রবার মৌসম ভবন জানিয়েছিল, দিল্লিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগাম খবরে এই গরম কেটে বৃষ্টি নামতে পারে। হরিয়ানায় বর্ষার উপস্থিতি টির পাওয়া যাবে ২৫ তারিখ নাগাদ। আরও পড়ুন-Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ১৫ জনের
Delhi: Rain lashes parts of the national capital; visuals from Max Mueller Marg. pic.twitter.com/9G9N2ZoZPD
— ANI (@ANI) June 22, 2020
Delhi: Waterlogging in some areas of Burari following rainfall in the national capital. pic.twitter.com/eOik204FnU
— ANI (@ANI) June 22, 2020
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই দেশের দক্ষিণ ও পূর্বাংশে পুরোপুরি প্রভাব বিস্তার করে ফেলেছে। এরই একটা অংশ এখন উত্তরপ্রদেশের পূর্বাংশ ঘেঁষে মধ্যপ্রদেশ ও গুজরাটের মাঝখান দিয়ে বয়ে চলেছে। যদিও প্রাক বর্ষার বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান ও হরিয়ানা।