দিল্লি, ১২ জানুয়ারি: গোটা দেশে এক নাগাড়ে বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে (Delhi) যে হারে ওমিক্রন (Omicron) থাবা বসাতে শুরু করেছে, তা দেখে চিন্তায় কপালে ভাঁজ পড়ছে কেন্দ্রীয় সরকারের। ডেল্টা এবং ওমিক্রন যখন একযোগে থাবা বসাচ্ছে, সেই সময় দিল্লি জুড়ে কড়া বিধিনিষেধ জারি করা হয় অরবিন্দ কেজরিওয়াল সরকারের তরফে। দিল্লিতে কবে কোভিড বিধিনিষেখ তোলা হবে, এ বিষয়ে মুখ কোলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ একটু হলেও থিতু হয়েছে। রাজধানী শহরে যদি আগামী ২-৩ দিনের মধ্যে সংক্রমণ কমে, তাহলে কোভিড বিধি ক্রমাগত তুলে নেওয়া হবে। দিল্লির অনেক হাসপাতালেই বেড খালি রয়েছে। ফলে সংক্রমণের জেরে এবার বেশিরভাগ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। ফলে আর কয়েকদিনের মধ্যে দিল্লিতে যদি সংক্রমণ কম হয়, তাহলে কোভিডবিধির রাশ আলগা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: Makar Sankranti 2021: মকর সংক্রান্তির পূণ্য তিথিতে উজ্জ্বল হয়ে উঠুক প্রিয়জনের জীবন, জানান শুভেচ্ছা
মুম্বইয়ের (Mumbai) প্রসঙ্গ টেনে সত্যেন্দ্র জৈন বলেন, বামিজ্যনগরীতেও সংক্রমণ কিছুটা থিতু হয়েছে। দিল্লিতেও চোখে পড়ছে সেই একই ধারা। ফলে কোভিড সংক্রমণ কমতে শুরু করলেই, রাজধানী শহর থেকে কড়া বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানান সত্যেন্দ্র জৈন।