PM Modi Degree: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়াশোনা কতদূর? তাঁর ডিগ্রি নিয়ে অমিত শাহ সহ বিজেপি নেতাদের দেখানো কতটা সত্যি? এই নিয়ে আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতারা। ব্যক্তিগত গোপনীয়তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতকের ফল জানাতে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য থাকবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মুখ্য তথ্য কমিশনার নির্দেশ দিয়েছিলেন, নরেন্দ্র মোদীর স্নাতকস্তরে শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ্যে আনার। তাঁর নির্দেশ খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রী মোদী ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এই দাবির পরই ২০১৬ সালে আরটি আই বা তথ্য অধিকার আইনে মোদী সহ ওই বছর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সব ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ্য আনানোর আর্জি জানানো হয়েছিল।
কী বললেন সাগরিকা ঘোষ
আদালত (Delhi High Court) বাধ্য না করলেও, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন সাংবাদিক সাগরিকা ঘোষ এক্স প্ল্যাটফর্মে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নৈতিকতার চ্যালেঞ্জ ছুঁড়লেন।
মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ বাধ্যতামূলক নয়: দিল্লি হাইকোর্ট
The Delhi High Court sets aside the Central Information Commission's order to disclose information related to PM Narendra Modi's degree.#DelhiHighCourt #PMModiDegree @narendramodi pic.twitter.com/jjk4DzBTaZ
— Bar and Bench (@barandbench) August 25, 2025
দেখুন প্রধানমন্ত্রী মোদীকে কী বললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ
Dear @narendramodi ji. Here’s a challenge : here’s my BA degree. Post your college degree for everyone to see. As prime minister of a democracy, what do you have to hide? Why is your education a secret, Modiji? pic.twitter.com/n7noSJvSWw
— Sagarika Ghose (@sagarikaghose) August 25, 2025
দেখুন কী বললেন তিনি
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তাঁর বিএ পাশের শিক্ষাগত যোগ্যতার নথির ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ সাগরিকা লিখেছেন, " মোদী জি এই দেখুন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমার বিএ ডিগ্রি। এবার আপনি আপনার কলেজের ডিগ্রিটা পোস্ট করুন, যাতে সবাই জানতে পারে। গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কি লুকোতে চাইছেন? আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোপনীয়তা কেন, মোদীজি?'