দিল্লি থেকে ওযুধ পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ২ উজবেক নাগরিককে। ঘটনাটি ঘটেছে দিল্লি এয়ারপোর্টে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IndraGandhi International Airport) থেকে তাসখন্দে যাওয়ার সময় বিমানবন্দরে ২ জনকে আটক করে শুল্ক দফতরের আধিকারিকরা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৭ লক্ষ ৫২ হাজার ২০৪ টাকার ওযুধ সামগ্রী। আধিকারিকরা জানিয়েছেন সাধারন ভাবেই বিমানে ওঠার আগে চেকিং চলার মধ্যেই খোঁজ মেলে ওযুধের। আরও ব্যাগ চেকিং করার পর উদ্ধার হয় ওযুধগুলি।
কাস্টমসের সূত্র থেকে জানা গেছে , যেহেতু তারা অবৈধভাবে ওযুধ পাচার করে নিয়ে যাচ্ছিলেন তাই সেকশন ১৩২ এবং ১৩৫ ধারায় তাদের ওপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । এছাড়া সেকশন ১১০ এর ধারা অনুসারে উদ্ধারকৃত ওযুধগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুল্ক আইনের ১০৪ ধারায় ২ উজবেক নাগরিককে গ্রেফতারও করেছে শুল্ক দফতরের আধিকারিকেরা।
চোরাচালান রুখতে শুল্ক দফতরের পক্ষ থেকে কড়া ব্যবস্থা গ্রহন করা হয় সবসময়।শুধু ওযুধই নয় প্রতি বছর সোনা, ড্রাগ সহ নানান ধরনের বস্তু পাচার করতে গিয়ে শুল্ক দফতরের হাতে পাকড়াও হন বহু ব্যক্তি।তবে কি কারনে এত পরিমান ওযুধ পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Delhi: Two Uzbekistan Nationals Arrested at IGI Airport for Smuggling Medicines Worth Rs 67 Lakh#Delhi #DelhiAirport #UzbekistanNationals #IGIAirport #smuggling https://t.co/80SLkCJsaN
— LatestLY (@latestly) March 8, 2023