School. (Photo Credits: Twitter)

দিল্লি, ১৬ ডিসেম্বর: স্কুলের ফার্স্ট ফ্লোর থেকে পড়ুয়াকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দিল্লির নগর নিগম বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার  (Teacher) বিরুদ্ধে। শুক্রবার দিল্লির (Delhi) করোলবাগ এলাকার ওই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। দিল্লির করোল বাগ এলাকার একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াকে ছুঁড়ে ফেলার পর আহত অবস্থায় তাঁকে ভর্তি কার হয় হিন্দুরাও হাসপাতালে (Hospital)। তবে চিকিৎসার পর ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা যচ্ছে। সেই সঙ্গে দিল্লির ওই অভিযুক্ত শিক্ষিকাকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল।

আরও পড়ুন: Patna: বিহার দিবসের উদযাপনে মধ্যাহ্ন ভোজ খেয়ে অসুস্থ ২০০-রও বেশি পড়ুয়া

রিপোর্টে প্রকাশ, গীতা দেশওয়াল নামে ওই শিক্ষিকা পঞ্চম শ্রেণির ছাত্রীর উপর দুটো কাইচি নিয়ে হামলা চালান। এরপর ওই ছাত্রীকে ফার্স্ট ফ্লোর থেকে ছুঁড়ে ফেলেন গীতা দেশওয়াল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।