Representational Image (Photo Credits: ANI)

পাটনা, ২৪ মার্চ:  বিহার দিবসের উদযাপনে (Bihar Diwas Event)এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২০০-রও বেশি পড়ুয়া। তিনদিন ধরে বিহার দিবস উদযাপন চলেছে। বুধবার গান্ধী ময়দানে মু্খমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্কুল আমন্ত্রিত পড়ুয়ারা ওই অনুষ্ঠানে আসে। পড়ুয়াদের অসুস্থতার খবর জানিয়েছেন পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার আইএস ঠাকুর। ১০ জন পড়ুয়াকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাদের শারিরীক অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল, সুপার জানান, পড়ুয়ারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে। অনেকেরই পেটে ব্যথা শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসক দল তাদের দেখাশোনা করছে। বিভিন্ন জেলা থেকে বিহার দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এই পড়ুয়ারা পাটনায় এসেছিল। তবে শুধু খাদ্যে বিষক্রিয়া নয়, এই গরমে ডিহাইড্রেশনও হয়ে গিয়েছিল পড়ুয়াদের।  অনুষ্ঠানে সরবরাহ করা খাবার ও জল একদম ভাল ছিল না। পানীয় জল পর্যাপ্ত পরিমাণে ছিল না। খাবার ভাল জায়গা থেকে আসেনি।  শিক্ষক-সহ ১৫ জন পড়ুয়াকে মাত্র ১১ বোতল পানীয় জল দেওয়া হয়েছে।