সব পথ কুকুরদের দিল্লির রাস্তা থেকে সরিয়ে আশ্রয় শিবিরে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের রাজধানী শহরে পথ কুকুরদের হামলা ও জলাতঙ্ক রোগ বাড়া নিয়ে স্বতপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত দিল্লির সব পথ কুকুরদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আগামী ৮ সপ্তাহের মধ্যে শেল্টার হোম বা আশ্রয় শিবিরে পাঠানোর ব্যবস্থার নির্দেশ দিয়েছে। পশুপ্রেমের থেকেও জনসাধারণের নিরাপত্তা, শিশু সুরক্ষাকেই বেশি গুরুত্ব দিয়ে দিল্লির রাস্তা পথ কুকুরহীন করায় জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন দিল্লির ইন্ডিয়া গেটের সামনে হাজির হন পশুপ্রেমীরা।
পথ কুকুরদের আসলে মৃত্য়ুদণ্ড দেওয়া হয়েছে, দাবি পশুপ্রেমীদের
শীর্ষ আদালতের নির্দেশ আসলে পথ কুকুরদের মৃত্যুদণ্ডের সমান বলে তারা দাবি করেন। তবে পশুপ্রমী, কুকুরদের যত্ন নেওয়া বেশ কয়েকজন বিক্ষোভকারী ও সংগঠনের সদস্যদের ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ জানাতে দেয়নি দিল্লি পুলিশ। পরে তাদের আটক করে পুলিশ।
দেখুন কী বলছেন পশুপ্রেমীরা
VIDEO | Delhi: People stage a protest at India Gate against the Supreme Court’s order to relocate stray dogs to shelters within 8 weeks.
Activist Pankaj Pandey says, “I respect the Supreme Court, but since the BJP government came to power in Delhi, it has worked against the… pic.twitter.com/1jO1axe7XT
— Press Trust of India (@PTI_News) August 11, 2025
দেখুন কী বলছেন বিক্ষোভকারীরা
#WATCH | Delhi | "We are not being allowed to protest... We want the dogs to be protected... They have no shelter homes to accommodate so many dogs. In the end, they will throw all the dogs outside Delhi, where they will die," says a caregiver of dogs while being detained by the… https://t.co/iOHSibywmO pic.twitter.com/PlfdMb4Sbr
— ANI (@ANI) August 11, 2025
কী দাবি পশুপ্রেমীদের
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক বিক্ষোভকারী বললেন, "আমরা চাই কুকুরা সুরক্ষিত থাকুক। এখন আমাদের এখানে অত শেল্টার হোম নেই যে শহরের সব কুকুর থাকতে পারে। দিনের শেষে দেখা যাবে ওরা কুকুরগুলিকে দিল্লির বাইরে ফেলে আসবে। আর কিছু খেতে না পেয়ে ওরা মারা যাবে। আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু আমাদের সেটা করতে দেওয়া হল না। হতাশার কোনও ভাষা নেই এখন।"