Delhi School. (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১ নভেম্বর: করোনার দু:স্বপ্ন কাটিয়ে জীবনে ফিরছে দেশের রাজধানী। আজ, সোমবার থেকে দিল্লির সব ক্লাসের (Delhi Schools) স্কুল খুলে গেল। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে দিল্লিতে খুলল স্কুল। টিফিন, বই শেয়ার করা যাবে না,  কনটাইনমেন্ট জোনে থাকলে স্কুলে আসা যাবে না এমন সব শর্ত রেখেই খুলল স্কুল। কোভিডের (Covid 19) ঢেউ বেশ কিছুদিন আগেই সামলে উঠেছিল দিল্লি। বেশ কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কম। করোনায় মৃত্যুও কম। এমন পরিস্থিতিতে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক ছিল অরবিন্দ কেজরিওয়াল প্রশাসন।

ক সপ্তাহ আগেই নবম শ্রেণী থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তারপর কয়েক সপ্তাহ অপেক্ষা করে অনুমতি দেওয়া হয়েছিল স্কুলের সব ক্লাস খোলার। যদিও স্কুলে ৫০% উপস্থিতির বেশি পড়ুয়াদের আনা যাবে না। স্কুলে আসার ক্ষেত্রে পড়ুয়াদের অভিভাবকদের সম্মতি লাগবে। কোভিড বিধি যাতে পুরোপুরি মেনে চলা হয় সে ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: ফের গৃহবন্দি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

স্কুল ব্যাগ কাঁধে এক পডুয়া জানাল বছর দু বাদে স্কুলে আসতে দারুণ লাগছে। যেহেতু ৫০ শতাংশ পড়ুয়াকে স্কুলে আনা যাবে, তাই দিল্লির স্কুলগুলিতে ক্লাস রুটিন অন্যরকমভাবে সাজানো হয়েছে। স্কুল খুললেও অনলাইন ক্লাস নেওয়া পুরোপুরি বন্ধ হয়নি।