Representational Image (Photo Credits: File Photo)

সপ্তাহের প্রথম দিনে বোমাতঙ্ক দিল্লির তিন স্কুলে।  দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল এবং দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুলে ফোন করে আজ বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে খবর। এই হুমকি পাওয়ার পরই দুই স্কুলে পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি। তবে, দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার দিল্লির দু'টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেলের মাধ্যমে স্কুল দু'টিতে হুমকি বার্তা পাঠানো হয়। এর মধ্যে একটি চাণক্যপুরীতে এবং অন্যটি দ্বারকায়। তল্লাশির সময় এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এছাড়াও রোহিণীর একটি স্কুলেও ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশ এই হুমকি ইমেলের তদন্তে নেমেছে।

দিল্লির স্কুলে বোমাতঙ্কঃ

দিল্লি পুলিশ জানিয়েছে, ১৪ জুলাই ভোরে দ্বারকা নর্থ থানায় একটি পিসিআর ফোনকল আসে, জানানো হয় দ্বারকার সিআরপিএফ স্কুলে বোমার হুমকির বিষয়ে ই-মেইল পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশ, পিসিআর, স্নিফার ডগ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলে পৌঁছে যথাযথ তল্লাশি চালায়। সাইবার পুলিশের বিশেষজ্ঞরা ই-মেইলের উৎস খুঁজে বের করছেন। স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।