নয়া দিল্লি, ৩ অগাস্টঃ শুক্রবার দিল্লির সামার ফিল্ডস স্কুল বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি (Delhi School Bomb Threat) ইমেল আসতেই তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে সেই খবর পেতেই সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ (Delhi Police)। সঙ্গে সঙ্গে খালি করা হয় গোটা স্কুল। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা সকলকে নিরাপদে স্কুল থেকে বের করে আনা হয়। শুরু হয় তদন্ত। সারা স্কুল তন্নতন্ন করে খুঁজেও মেলেনি বোমার সন্ধান। তবে পুলিশের হাতে এসেছে অভিযুক্ত। যে স্কুলে ওই বোমা হামলার হুমকি ইমেলটি পাঠিয়েছিল।
দিল্লি পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার ওই স্কুলে বোমা হামলার হুমকি ইমেলটি পাঠিয়েছিল স্কুলেরই এক পড়ুয়া। ১৪ বছর বয়সী এক পড়ুয়াকে ঘটনার অভিযুক্ত হিসাবে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেরায় অভিযুক্ত পড়ুয়া স্কুলে হুমকি ইমেল পাঠানোর কথা শিকারও করেছে। পুলিশ জানাচ্ছে, স্কুলে যেতে না চেয়ে এই কাণ্ড ঘটিয়েছিল সে।
Bomb threat at Summer Fields School, Kailash Colony, GK-1, Delhi | Delhi Police say, "A 14-year-old student has been identified and is being questioned. The student didn't want to go to the school and had, therefore, sent the bomb threat mail. The student had mentioned two more…
— ANI (@ANI) August 3, 2024
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ বোমা হামলার হুমকি ইমেলটি ওই ছাত্র পাঠিয়েছিল। পরের দিন শুক্রবার স্কুল খোলার পরেই ইমেলটি কর্তৃপক্ষের নজরে আসে। আর তখনই খবর যায় দিল্লি পুলিশে।