
বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা (Tahawwur Rana)। জেলবন্দি অবস্থায় মঙ্গলবার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে আদালতে আবেদন করেছিল সে। বুধবার সেই আবেদনে জারি করল আদালত। এর আগেও তাহাউর আদালতে আবেদন জারি করেছিল তাহাউর। কিন্তু সেই সময়ও সেই আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। আগামী ৬ জুন পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত। তবে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৪ জুন।
আমেরিকায় বন্দি ছিল তাহাউর
প্রসঙ্গত, গত মাসেই আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল তাহাউরকে। ২০১৩ সালে তাঁকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল সে দেশের আদালত। তবে তাঁর স্বাস্থ্যের জন্য ২০২০ সালে জেলমুক্তি সিদ্ধান্ত নেয় আমেরিকার আদালত। আর সেই সময় থেকেই তাহাউরকে প্রত্যার্পণের জন্য চেষ্টা করছিল ভারত সরকার। এই নিয়ে তাহাউরের আইনজীবী একাধিকবার বিরোধীতা করলেও শেষমেশ ক্যালিফোর্নিয়া জেলা আদালত ২০২৩ সালের ১৬ মে ভারতে ফেরার নির্দেশ দেয়।
ভারতে ফেরে তাহাউর
এরপরে একাধিকবার বিভিন্ন আদালতে ঘোরে তাহাউরের আইনজীবী। তবে কোথাও তাঁদের আবেদন ধোপে টেকে না। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাহউরকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেই চলতি বছরে ভারতে নিয়ে আসা হয় তাহাউরকে। ভারতে ফেরানোর পর সোজা তিহার জেলে পাঠানো হয় তাঁকে।