Delhi: আক্রান্ত ৮৫, দিল্লিতে সবচেয়ে কম করোনা সংক্রমণের রিপোর্ট প্রকাশ্যে
ছবি ট্যুইটার

দিল্লি, ২৬ জুন: চলতি বছরে এই প্রথম দিল্লিতে ৮৫ জনের করোনা (Corona) আক্রান্তের খবর মিলেছে। এই প্রথম রাজধানী শহরে এত কম আক্রান্তের খবর মিলল। দিল্লির স্বাস্থ্য দফতরের তরফে শনিবার একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে রাজধানী শহরে মাত্র ৮৫ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

প্রসঙ্গত গত সোমবার দিল্লিতে ৮৯ জনের করোনা আক্রান্তের খবর মেলে। সোমবারের পর শনিবার আক্রান্তের সংখ্যা নেমে এল একেবারে ৮৫-তে।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মতোই কি ভয়াবহ হতে চলেছে তৃতীয় ঢেউ! কী জানাল আইসিএমআর

প্রসঙ্গত করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউ ক্রমাগত নিম্নমুখী হলেও, ডেল্টা প্লাস নামে আরও একটি প্রজাতির সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশেও ডেল্টা প্লাসের আক্রান্ত হওয়ার খবর মিলতে শুরু করেছে। পাশাপাশি মধ্যপ্রদেশে ডেল্টা প্লাসের জেরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তামিলনাড়ুতেও করোনার নয়া প্রজাতির জেরে একজনের মৃত্যুর খবর মিলেছে।