Delhi Police (Photo Credit: File Photo)

দিল্লি, ২৪ জানুয়ারি: করোনার কঠিন সময়টা কী পেরিয়ে গিয়েছে দিল্লি (Delhi)? সংখ্যা কিন্তু কিছুটা সেই কথাই বলছে। একটা সময় দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল দিল্লিতে। সেটাই এখন কমে নেমে এসেছে ৬ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নয়া কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭৬০। পজেটিভিটি রেট ১২%-র কিছুটা কম। দেশের রাজধানী শহরে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা এখন ৪৫ হাজার ১৪০ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৩৬ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গিয়েছেন ৩০ জন।

দিল্লিতে এখনও সপ্তাহান্তে কার্ফু চলছে, এবং পাশাপাশি কঠোর কোভিড বিধি লাগু আছে। মুম্বইয়ের মত দিল্লিতে যত দ্রুত করোনার সংক্রমণ বেড়ে গিয়েছিল, ততটা দ্রুতই তা নামতে শুরু করেছে। কোভিডে এখন চিন্তার জায়গা হল কেরল। যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। আরও পড়ুন: ওমিক্রনই শেষ নয়, করোনার নয়া প্রজাতি থাবা বসাতে পারে আবার, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার   

দেখুন টুইট

সপ্তাহান্তে কারফিউ ( Weekend Curfew) তুলে নেওয়া হল কর্ণাটক (Karnataka) থেকে। সোমবার ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, আপাতত সাপ্তাহিক কারফিউ তুলে নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিকে, একদিনে কমল ২৭ হাজার ৪৬৯টি কেস। রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় (Coronavirus Cases In India) আক্রান্ত হলেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৩৯ জন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫। পজিটিভিটি রেট ২০.৭৫ শতাংশ।