Coronavirus (Photo Credit: File Photo)

দিল্লি, ১২ জানুয়ারি: দিল্লিতে করোনা সংক্রমণ তুঙ্গে উঠল। দেশের রাজধানী শহরে দৈনিক কোভিড সংক্রমণ সাড়ে ২৭ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৪৪৫ জন। দেশের রাজধানী শহরে করোনায় পজেটিভিটি রেট ২৬.২২%। দিল্লিতে করোনায় গত একদিন ৪০ জন মারা গিয়েছেন।

গোটা দেশে এক নাগাড়ে বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লিতে (Delhi) যে হারে ওমিক্রন (Omicron) থাবা বসাতে শুরু করেছে, তা দেখে চিন্তায় কপালে ভাঁজ পড়ছে কেন্দ্রীয় সরকারের। ডেল্টা এবং ওমিক্রন যখন একযোগে থাবা বসাচ্ছে, সেই সময় দিল্লি জুড়ে কড়া বিধিনিষেধ জারি করা হয় অরবিন্দ কেজরিওয়াল সরকারের তরফে। দিল্লিতে কবে কোভিড বিধিনিষেখ তোলা হবে, এ বিষয়ে মুখ কোলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আরও পড়ুন: করোনা রুখতে ওষুধের যথেচ্ছ ব্যবহার নয়, মাস্ক পরুন, টিকা নিন, আর্জি কেন্দ্রের

দেখুন টুইট

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ একটু হলেও থিতু হয়েছে। রাজধানী শহরে যদি আগামী ২-৩ দিনের মধ্যে সংক্রমণ কমে, তাহলে কোভিড বিধি ক্রমাগত তুলে নেওয়া হবে। দিল্লির অনেক হাসপাতালেই বেড খালি রয়েছে। ফলে সংক্রমণের জেরে এবার বেশিরভাগ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। ফলে আর কয়েকদিনের মধ্যে দিল্লিতে যদি সংক্রমণ কম হয়, তাহলে কোভিডবিধির রাশ আলগা হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে, মুম্বইতে (Mumbai) ফের বাড়ল করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে আক্রান্ত হন ১৬,৪২০। যা মঙ্গলবারের তুলনায় বেশি।