Bomb Scare, Representational Image (Photo Credit: Latestly)

দিল্লি, ১৮ জুলাই: ফের বোমাতঙ্ক (Bomb Threat)। এবারও দিল্লির ২০টি স্কুলকে হুমকি দেওয়া হয়েছে। দিল্লির (Delhi) ওই স্কুলগুলিতে (School) বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। দিল্লির যে ২০টি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়, সেখানে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে। সেই সঙ্গে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

দিল্লির (Delhi School) সেন্ট ডেভিয়ার্স, রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুল, দ্য সভরেইন স্কুলের মত নামিদামি জায়গায় বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়। ইমেল মারফৎ ওই হুমকি দেওয়া হয়। দিল্লির সিভিল লাইন এলাকা থেকে পশ্চিম বিহার, রোহিনীর মত জায়গায় যে স্কুলগুলি রয়েছে, সেখানেই হুমকি দেওয়া হয়। ফলে বোমাতঙ্কে কাঁপতে শুরু করেছে দিল্লির একাধিক স্কুল। তবে বম্ব ডিজ়পোজ়াল স্কোয়াড কাজ করছে। অবিলম্বে সমস্ত স্কুলকে বোমার বন্ধনী (যদি বোমা খুুঁজে পাওয়া যায়) থেকে মুক্ত করা যাবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: Bomb Threat: শুক্রবার দিল্লির ২০টি স্কুলে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ

প্রসঙ্গত বুধবার দিল্লির ৭টি স্কুলকে হুমকি দেওয়া হয়। ওই ৭টি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি মেইল করা হয়। বুধবারের ঘটনার মাত্র একদিন পর ফের দিল্লির ২০টির বেশি স্কুলকে হুমকি দেওয়া হল বোমা রয়েছে বলে।

স্কুলের পাশাপাশি মঙ্গলবার সকালে সেন্ট স্টিফেন কলেজ এবং সেন্ট থমাস কলেজকেও দেওয়া হয় হুমকি। ওই কলেজ দুটিতে বোমা রাখা রয়েছে বলে মঙ্গলবার সকালে হুমকি মেইল করে অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে।

এদিকে

জানা যায়, বছর ১২-র কিশোর নিজের মোবাইল ফোন ব্যবহার করে সেখান থেকে ইমেল করে। ওই ইমেলের মাধ্যমেই সে হুমকি দেয়, দিল্লির ৭টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে। তবে মজা করতেই সে ওই কাজ করেছে বলে পুলিশকে জানিয়েছে। সেই সঙ্গে ওই কিশোরের শারীরিক এবং মানসিক পরীক্ষা চলছে। সে মানসিকভাবে সুস্থ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লির স্কুলগুলিতে যখন পরপর বোমা রাখার হুমকি দেওয়ার পালা চলছে, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। যেভাবে দিল্লির স্কুলগুলিকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে পড়ুয়াদের মধ্যে ট্রমা তৈরি হচ্ছে। দিল্লির বিজেপি সরকার কেন কিছু করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন অতিশী।