নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টিতে দিল্লির (Delhi Rains) বিভিন্ন জায়গায় জমে আছে জল। ৪৬ বছরের মধ্যে দিল্লিতে এত বৃষ্টির নজির নেই। দিল্লির মত নয়ডা (Noida), গুরগাঁও (Gurgaon) তে প্রবল বৃষ্টি চলছে। দেশের রাজধানীর রাস্তা এখন যেন নদী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (Indira Gandhi Airport (IGI) Airport) বিমানবন্দরে জলে ভাসছে বিমান। রানওয়েতে দাঁড়িয়ে জল। মধু বিহার অঞ্চলের রাস্তায় চলাচলকারী বাসের বেশ কিছুটা অংশে জমে আছে জল। শনিবার হওয়ায় দিল্লির ব্যস্ততা কিছু কম। তবে দিল্লির জীবনে ব্যস্ততা তো অঙ্গ। তাই রাস্তায় জল জমে থাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। জল জমে থাকায় বেশ কিছু জায়গায় লম্বা ট্র্যাফিক। আশঙ্কার কথা হল, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দেখুন দেশের রাজপথে কীভাবে জমে জল
#WATCH | Buses stuck amid waterlogged roads following heavy rains in the National Captial; visuals from Madhu Vihar area. pic.twitter.com/3TyZJWxAix
— ANI (@ANI) September 11, 2021
দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতেও জল জমে। জল দ্রুত বের করার কাজ শুরু হয়। এই কারণে কিছু বিমানের সময়সূচিতে পরিবর্তনও করা হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৩৩,৩৭৬ জন, মৃত্যু ৩০৮ জনের
দেখুন কীভাবে বিমানবন্দরে জমে জল
#WATCH | Parts of Delhi Airport waterlogged following heavy rainfall in the national capital; visuals from Indira Gandhi International Airport (Terminal 3) pic.twitter.com/DIfUn8tMei
— ANI (@ANI) September 11, 2021
দেখুন কীভাবে বিমানবন্দরে জমে জল
Delhi: Waterlogging at Indira Gandhi International Airport (Terminal 3) after national capital received heavy rain
As per India Meteorological Department (IMD), Delhi will witness 'generally cloudy sky, heavy rain/thundershowers, very heavy rain at isolated places towards night' pic.twitter.com/q36727krfB
— ANI (@ANI) September 11, 2021
এদিকে, দিল্লির কিছু অংশে হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। আজ, শনিবার সকাল থেকে দিল্লি ও এনসিআর-এ মুষলধারে চলছে বৃষ্টি। ২০১০ সালের পর দিল্লিতে এত বৃষ্টির নজির নেই। দিল্লির সফরদরজঙ্গে একদিনে সর্বাধিক বৃষ্টির রেকর্ডও গড়েছে।