নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লি (Delhi)। জলমগ্ন রাজধানীর বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে চাঁদনিচকের (Chandniপরিত্যক্ত বাড়িতে আটকে পড়েছেন এক ব্যাক্তি। রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে নাকাল হতে হচ্ছে দিল্লিবাসীকে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার দিল্লিতে সমস্ত সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। প্রবল যানজট দেখা দিয়েছে কনৌট প্লেস, মিন্টো রোড, আইটিও জংশন এবং মোতিবাগ ফ্লাইওভারে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তার জমা জলে আটকে গাড়ি। আজ, বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে দরিয়াগঞ্জের একটি বেসরকারী স্কুলের দেওয়াল। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। বৃষ্টিতে ঘটে গিয়েছে একটি মর্মান্তিক ঘটনা। পূর্ব দিল্লির (East Delhi) গাজিপুর (Ghazipur) এলাকায় জলমগ্ন ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে এক ২২ বছরের মহিলা এবং তাঁর সন্তানের।
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi: Waterlogging witnessed in several parts of the national capital after heavy rainfall; visuals from outside Civic Center near Ramlila Maidan. pic.twitter.com/19UhRO02ag
— ANI (@ANI) July 31, 2024
#WATCH | Delhi: The wall of a private school in Daryaganj collapsed due to heavy rainfall, causing damages to vehicles parked in the vicinity. pic.twitter.com/gWxUK2Gez1
— ANI (@ANI) July 31, 2024