দিল্লি, ২৯ জুলাই: একটানা বৃষ্টিতে (Delhi Rain) ত্রাহি অবস্থা দিল্লির। এক নাগাড়ে যখন দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে, সেই সময় রাজধানী শহরের কুতুব রোডের সদর বাজার প্রায় ডুবতে বসেছে। মানুষের কোমর সমান জল কুতুব বাজারে জমেছে। ফলে কোমর সমান জল পেরিয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। দিল্লির সবচেয়ে বড় হোলসেল মার্কেট থেকে এবার এমনই একটি ছবি সামনে এল। যেখানে কোমর সমান জল ভেঙে মানুষ যাতায়াত শুরু করেছেন।
এদিকে পরিস্থিতি যেমনই হোক না কেন, এই মুহূর্তে জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না দিল্লি। আবহাওয়া দফতরের (IMD) তরফে মঙ্গলবার দিল্লিতে লাল সতর্কতা জারি (Red Alert In Delhi) করা হয়েছে। ইতিমধ্যেই আইটিও, পটেল নগর, রাজীব চক, আর কে পুরম, লাজপত নগর, রোহিনী, রফি মার্গ-সহ আরও বেশ কিছু নীচু এলাকায় জল জমতে শুরু করেছে। কোথাও কোমর সমান আবার কোথাও হাটু সমান জল পেরিয়ে মানুষ যাতায়াত করছেন।
দেখুন দিল্লির কী পরিস্থিতি। জল যন্ত্রণা যেন সমস্ত সীমা পার করেছে...
सबसे बड़े थोक मार्केट सदर बाजार में कुतुब रोड पर कमर तक पानी भर गया.
बारिश के बाद दुकानों और गोदाम में पानी जाने से माल का भी नुकसान.
सदर में भरा है रक्षा बंधन, स्वतंत्रता दिवस और जन्माष्टमी से जुड़ा सामान.@SandhyaTimes4u @NBTDilli pic.twitter.com/aMTyuE3xOu
— सूरज सिंह/Suraj Singh (@SurajSolanki) July 29, 2025
আবহাওয়া দফতরের (Weather Update) কথায়, দিল্লিতে যেমন বৃষ্টি হবে, তেমনি তার সঙ্গে দমকা হাওয়াও দেবে। যে হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার থাকতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানিও চোখে পড়বে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে।