একটানা বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। দক্ষিণের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গেও এক নাগাড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ীই চলছে এই তুমুল বৃষ্টিপাত। যার প্রভাব এবার স্থানীয় এলাকায় পড়তে শুরু করেছে। একটানা বৃষ্টির জেরে দার্জিলিংয়ে (Darjeeling) তিস্তা নদীর (Teesta River) জল বাড়ছে। তিস্তার জল বাড়ায় বিপদে পড়েছে তিস্তা বাজার এবং তার সংলগ্ন এলাকার মানুষজন। নদীর জল বাড়তে শুরু করায় তিস্তা বাজার ডুবতে শুরু করেছে। ফলে বিপদে পড়েছেন স্থানীয়রা। তিস্তা নদীর জল স্বাভাবিকের তুলনায় বেশি উপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে তিস্তা বাজার যেমন ডুবছে, তার সংলগ্ন এলাকার মানুষের জীবনেও কার্যত বিপদ ঘনিয়ে আসতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে। বৃষ্টির জেরে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। বৃষ্টি এবং ভূমিধসে (Landslide) কার্যত বেহাল হয়ে পড়ছে উত্তরবঙ্গ।
দেখুন তিস্তার জল বাড়তে শুরু করায় তিস্তা বাজারও ডুবছে কীভাবে...
Teesta Bazar of Darjeeling District in West Bengal is being Submerged in River Teeta Due to silting in River and adequate water risen pic.twitter.com/8e75DA5Lzq
— भारत देशका सेवक। (@Somnath44) July 29, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)