Shashi Tharoor On Delhi Rain: 'সংসদে যেতে নৌকা লাগবে', দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টির পর শশী থারুরের বাড়ি জলমগ্ন
Shashi Tharoor (Photo Credit: Instagram)

দিল্লি, ২৮ জুন: দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন চারপাশ। দিল্লিতে যখন এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়, সেই সময়  কংগ্রেস সাংসদ শশী থারুর একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি বলেন, বৃষ্টিতে তাঁর দিল্লির বাড়িতে জল ঢুকে পড়েছে। এমনকী দিল্লির বাড়ি থেকে সংসদে যাওয়ার জন্য তাঁকে এবার নৌকা প্রয়োজন বলেও মন্তব্য করেন শশী।

দেখুন কোন ভিডিয়ো শেয়ার করলেন শশী থারুর...

 

প্রসঙ্গত একটানা বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদ ভেঙে পড়ে। যা জেরে একজনের মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে পরপর ৬ জন আহত হন বলে জানা যায়। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদ ভেভে পড়া ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী।

আরও পড়ুন: Delhi Airport Roof Collapse: দিল্লি বিমানবন্দরে ছাদ ভাঙার ঘটনায় নিহতের পরিবারকে ২০ লক্ষ ক্ষতিপূরণ, আহতদের ৩ লক্ষ করে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিমানবন্দরের ছাদ ভেঙে মৃতের  পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।