দিল্লি, ১৪ অগাস্ট: একটানা বৃষ্টিতে (Heavy Rain) জলে ভাসছে দিল্লি (Delhi)। বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় শুরু হয়েছে টানা বৃষ্টি। যার জেরে রাজধানী শহরের রাস্তা ভাসতে শুরু করেছে। প্রচণ্ড বৃষ্টির জেরে দিল্লির রাস্তা যখন জলে ভাসতে শুরু করেছে, সেই সময় এক অদ্ভুদ দৃশ্য দেখা গেল।
দিল্লির (Heavy Rain In Delhi) ভাসমান রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বিএমডব্লিউ (BMW Car) গাড়ি। অন্য গাড়ি য়খন বন্যা হয়ে যাওয়া রাস্তা ধরে চলে যাচ্ছে, সেই সময় বিএমডব্লিউ গাড়িটিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন কীভাবে জলের ভিতরে আটকে পড়ল বিএমডব্লিউ...
#WATCH | Delhi witnesses heavy waterlogging in many areas following torrential rainfall over the National Capital. Visuals from APS Colony. pic.twitter.com/xuOPGexOvC
— ANI (@ANI) August 14, 2025
দিল্লির এপিএস কলোনিতে দেখা যায় ওই বিএমডব্লিউ আটকে পড়ার গাড়ি। দিল্লিতে একটানা বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের নির্ধারিত সূচি অনুযায়ী, দিল্লিতে প্রথমে জারি করা হয় কমলা সতর্কতা। পরে বৃষ্টির বেগ বাড়তে শুরু করায়, কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয় রাজধানী শহরের বহু অংশে।
দিল্লি এবং সংলগ্ন এনসিআরের রাস্তাঘাট জলে ভরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। গভীর জলের ভিতর দিয়ে গাড়ি কোনওভাবে চলাচল করতে পারছে না। দিল্লির রাস্তা থেকে এমন ছবিও উঠে আসতে শুরু করে।
কোনও কোনও ভিডিয়োতে চোখে পড়ছে, দিল্লির রাস্তায় প্রায় অর্ধেক জুবে যাচ্ছে বাইক। অন্যদিকে পথচারীদেরও জল পেরিয়ে, ভয়াবহ অবস্থা পার করে দিল্লির রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এমন ছবিও চোখে পড়ে।