Rahul Gandhi (Photo Credit: Instagram)

ভারত জোড়ো যাত্রায় এক মহিলা বক্তব্য তুলে ধরেছিলেন তিনি। এবার সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ। জানুয়ারীতো ভারত জোড়ো যাত্রার সময় শ্রীনগরে একটি বক্তব্যে রাহুল একটি মহিলার কথা উল্লেখ করেছিলেন। যিনি ধর্ষিতা হয়েছিলেন বলে অভিযোগ। এবার সেই ধর্ষিতার ব্যাপারে জানতে চেয়ে রাহুলকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ।

ভারত জোড়ো যাত্রার সময় মহিলাদের সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি এক মহিলার কথা উল্লেখ করেন যিনি ধর্ষিতা হয়েছিলেন বলে অভিযোগ।তিনি জানান, " একটি নির্দিষ্ট কেসে, আমি একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিলাম, যিনি ধর্ষিতা হয়েছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি পুলিশ ডাকব? কিন্তু মহিলা বলেছিলেন যে পুলিশকে ডাকবেন না, আমি লজ্জিত হব।"

এরই পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে রাহুলকে নোটিশ পাঠানো হয়েছে। এবং জানতে চাওয়া হয়েছে সেই সব মহিলাদের নাম যারা তার কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন।

যদিও কংগ্রেস এই বিষয়টি সরকারকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে, আদানি হিন্ডেবার্গ ইস্যুতে কোনঠাসা হওয়ার জেরেই সরকারের এমন পদক্ষেপ বলে জানিয়েছে দল।

দলের পক্ষ থেকে আইন সম্মতভাবে এর উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে।