মদ্যপ অবস্থায় গাড়ির চাকা উঠিয়ে দেওয়া হল ফুটপাতে। আর সেই পিসিআর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধে। অল্পের জন্য রক্ষা পেলেন তাঁর ছেলে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশন এলাকায়। এই দুর্ঘটনার জেরে অভিযুক্ত ২ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে দিল্লি পুলিশ। যদিও তাঁরা যে মদ্যপ অবস্থায় ছিলেন, একথা মানতে নারাজ পুলিশ আধিকারিকরা। তবে মৃতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী গাড়ির মধ্যে বোতল উদ্ধার করেছে এবং তাঁরা মদ্যপ অবস্থা ছিল বলে দাবি করছে।
মৃত ব্যক্তির চায়ের দোকান ছিল
জানা যাচ্ছে, এদিন ভোরে এলাকায় পেট্রোলিং করছিল ওই পিসিআর ভ্যানটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনে কাছে একটি ঝুপড়িতে উঠে পড়ে গাড়িটি। আর তাতেই মৃত্যু হয় গঙ্গারাম তিওয়ারি নামে এক ৫৩-৫৪ বছরের ব্যক্তির। যদিও ঝুপড়ির মধ্যে গঙ্গারামের ছেলে ছিল, সেও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এদিকে অভিযুক্তদের সাসপেন্ড করা হলেও গ্রেফতার করা হয়নি
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পুলিশ আধিকারিকের মতে, “গাড়ির চালকের ভুলবশত অ্যাক্সিলারেটরে পা পড়ে গিয়েছিল। যার ফলে দুর্ঘটনা ভূলবশতই ঘটেছে। যদিও আমরা এই ঘটনা পর ২ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছি। এবং ঘটনার তদন্তও করা হচ্ছে। জানা গিয়েছে মৃত ব্যক্তির ওই ঝুপড়িতেই চায়ের দোকান ছিল। কাজ সেরে এদিন ঘুমাচ্ছিলেন, তখনই দুর্ঘটনাটি ঘটে”।