দিল্লিতে (Delhi) প্রতারণা চক্রের পর্দাফাঁস। ভুয়ো কল সেন্টার থেকে এয়ারলাইন্সে চাকরি করিয়ে দেওয়ার নামে তরুণ-তরুণীদের থেকে হাতিয়ে নেওয়া হচ্ছিল টাকা। সম্প্রতি তিলকনগর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে এই চক্রের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। সেই সঙ্গে একাধিক ভুয়ো সিম, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।
জানা যাচ্ছে, সম্প্রতি জাতীয় সাইবার অপরাধ পোর্টালে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। প্রতারিত যুবক পুলিশকে জানায়, ইন্ডিগো এয়ারলাইন্সে চাকরি করিয়ে দেওয়ার নামে বিভিন্ন পর্যায়ে টাকা হাতিয়ে নিত এই চক্র। কখনও ইউনিফর্ম, জয়েনিং কিটের জন্য টাকা নেওয়া হত। আবার ভুয়ো নিয়োগপত্র মেইল করে প্রেসেসিং ফিস এবং সার্ভিস চার্জও নিয়েছে অভিযুক্তরা। এই ঘটনার তদন্তে নেমে বিকাশ কুমার নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করে পুলিশ।
তাঁকে জেরা করে জানা যায় সে তিলকনগরে একটি কল সেন্টার চালাত। সেই কল সেন্টারে তল্লাশি চালিয়ে ৭ মহিলাকে আটক করা হয়। তাঁদের জেরা করে বলজিৎ সিংয়ের নাম উঠে আসে। সে একটি মোবাইলের দোকানের মালিক। এই বলজিতই ভুয়ো সিম তুলে কল সেন্টারে পাঠাত। আর সেই নম্বর থেকেই বিভিন্ন চাকরিপ্রার্থীকে ফোন করে ইন্ডিগো এয়ারলাইন্সে কাজ করার প্রস্তাব দিত। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এই চক্রের ফাঁদে কমপক্ষে ৩৬ জন প্রতারিত হয়েছে।