Nora Fatehi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় নোরা ফতেহিকে (Nora Fatehi) ক্লিনচিট দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার নোরা ফতেহির টিমের তরফে বিবৃতি প্রকাশ করে এমন দাবি করা হয়েছে। অভিনেত্রী টিমের তরফে দাবি করা হয়েছে, কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh ChandraShekhar) কী করতেন এবং তাঁর অপরাধের সঙ্গে কোনও সংশ্রব নেই নোরার। এমনকী, সুকেশের অপরাধ সম্পর্কে নোরা অবগত ছিলেন না বলেও অভিনত্রীর টিম বিবৃতি প্রকাশ করে দাবি করে। দিল্লি পুলিশের তরফে মরোক্কান সুন্দরীকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে নোরা ফতেহির টিম।

বৃহস্পতিবার ২০০ কোটির আর্থক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় নোরা ফতেহিকে। বৃহস্পতিবার প্রায় টানা ২ ঘণ্টা ধরে নোরাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশের EOW টিম। বুধবার বলিউড অভিনেত্রী জ্যকালিন ফার্নান্ডেজকে টানা ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের একদিন পর নোরাকে ডাকে দিল্লি পুলিশের EOW টিম। প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নোরা ফতেহিকে ক্লিনচিট দেওয়া হয় বলে দাবি করে অভিনেত্রীর টিম।

পাশাপাশি সুকেশ চন্দ্রশেখরের কর্মকাণ্ডের তদন্তে দিল্লি পুলিশকে সমস্ত ধরনের সাহায্য করা হবে। নোরা ফতেহির তরফে এমন আশ্বাসও দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Pakistan: ২৩-এ SCO-তে ভারতের সভাপতিত্বের কথা শুনেই ঘুম উড়ল পাকিস্তানের

নোরার টিমের দাবি, চেন্নাইতে সুকেশ চন্দ্রশেখরের একটি স্টুডিয়ো রয়েছে। সেখানে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয় বলিউড অভিনেত্রীকে। নোরা যখন সুকেশের সংস্থার ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠান করেন, তখন তাঁকে পারিশ্রমিকের পরিবর্তে গাড়ি উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানের পর নোরাকে বার বার ফোন করেন সুকেশ। বিরক্ত হয়ে নোরা ফতেহি সুকেশ চন্দ্রশেখরকে শেষ পর্যন্ত ব্লক করে দেন বলে জানানো হয় অভিনেত্রীর টিমের তরফে।