দিল্লি, ১৪ সেপ্টেম্বর: পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে অভিযান চালানো হয় রাজধানী সহ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেশ কয়েকটি জায়গায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় ৬ জনকে। যার মধ্যে ২ জন পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে দিল্লিতে হাজির হয় বলে খবর।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে কোটা থেকে গ্রেফতার করা হয় একজনকে। দিল্লি (Delhi) থেকে ২ জনকে ধরা হয়। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় পরপর ৩ জনকে।
Delhi Police Special Cell has busted a Pak-organised terror module, arrested 6 people including two terrorists who received training in Pakistan pic.twitter.com/ShadqybnKU
— ANI (@ANI) September 14, 2021
আরও পড়ুন: COVID 19: চলতি মাসেই কোভ্যাক্সিন নিয়ে সিদ্ধান্ত, শিশুদের করোনা টিকাকরণ নিয়ে কী জানাল কেন্দ্র
পরপর ৬ জনের গ্রেফতারির পর দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ধৃতদের মধ্যে ২ জন পাকিস্তানে (Pakistan) প্রশিক্ষণপ্রাপ্ত। পাকিস্তানের ভিসা নিয়ে প্রথমে তারা মাসকাটে যায়। এরপর সেখান থেকে ভিসা জোগাড় করে ভারতে প্রবেশ করে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিক নীরজ ঠাকুর জানান, ধৃতদের কাছে থেকে এ কে ৪৭ সহ একাধিক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।