সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন তাঁর আগেই দিল্লির জনগণদের একগুচ্ছ প্রকল্প উপহার দিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি যাচ্ছেন। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রথমেই দিল্লির জেজে ক্লাস্টারের বাসিন্দাদের জন্য প্রায় ১৭০০ টি নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করে জাতীয় রাজধানীতে অশোক বিহারে যোগ্য সুবিধাভোগীদের কাছে চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। নবনির্মিত ফ্ল্যাটগুলি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা দ্বিতীয় সফল ইন-সিটু বস্তি পুনর্বাসন প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্পের লক্ষ্য হল জেজে ক্লাস্টারের বাসিন্দাদের উপযুক্ত সুযোগ-সুবিধা সহ একটি উন্নত এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবেশ প্রদান করা।
এরপর প্রধানমন্ত্রী মোদী দুটি শহুরে পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। প্রথমটি হল নওরোজি নগরের । ৬০০ টিরও বেশি জরাজীর্ণ কোয়ার্টারকে অত্যাধুনিক বাণিজ্যিক টাওয়ার দিয়ে প্রতিস্থাপন করে এলাকাটিকে নতুন রুপ দিয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। উন্নত সুযোগ-সুবিধা সহ প্রায় ৩৪ লক্ষ বর্গফুট প্রিমিয়াম বাণিজ্যিক স্থান রয়েছে ওই সেন্টারে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রকল্পটিতে সৌর শক্তি উৎপাদন এবং বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থার মতো অত্যাধুনিক ব্যবস্থাগুলোও বর্তমান।
দ্বিতীয় যে প্রকল্পটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেটি হল সরোজিনী নগরে জেনারেল পুল আবাসিক আবাসন (GPRA) টাইপ-II কোয়ার্টার। জিপিআরএ কোয়ার্টারগুলির মধ্যে ২৮টি টাওয়ার রয়েছে যেখানে দুই হাজার পাঁচ শতাধিক আবাসিক ইউনিট রয়েছে, যা আধুনিক সুযোগ-সুবিধা এবং উপযুক্ত স্থানের দক্ষ ব্যবহার প্রদান করে।
এছাড়া প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বারকায় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইন্টিগ্রেটেড অফিস কমপ্লেক্সও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে উন্নতমানের অফিস ছাড়াও রয়েছে একটি অডিটোরিয়াম ও একটি উন্নত ডেটা সেন্টার। প্রধানমন্ত্রী মোদী দিল্লি বিশ্ববিদ্যালয়ে 600 কোটি টাকারও বেশি মূল্যের তিনটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর যোগেশ সিং বলেন, প্রধানমন্ত্রী পূর্ব দিল্লির সুরজমল বিহারে ইস্টার্ন ক্যাম্পাসে একটি একাডেমিক ব্লক এবং দ্বারকায় পশ্চিম ক্যাম্পাসে একটি একাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও তিনি নজফগড়ের রোশনপুরায় বীর সাভারকর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।