Hamas Attack on Israel (Photo Credits: X)

প্যালেস্তাইন ইজরায়েল ইস্যুতে মুখ খুললেন দিল্লিতে নিযুক্ত প্যালেস্তানীয় রাষ্ট্রদূত। ইজরায়েলের ওপর হামাসের অতর্কিতে আক্রমনের বিষয়ে প্যালেস্তানীয় রাষ্ট্রদূত জানান,"শুরু থেকেই যে কোন দ্বন্দ্বই খারাপ, কিন্তু আমাদের জানতে হবে কেন হামাস ইজরায়েলকে আক্রমন করেছে। আমাদেরকে অনেক বছর পিছনে ফিরে যেতে হবে ইজরায়েল সেনাহবাহিনীর দ্বারা নৃশংশতার বিষয়টি জানতে।এবছরের শুরু থেকেই ইজরাইলের পক্ষ থেকে ২৬০ জনকে প্যালেস্তাইন এবং ওয়েস্ট ব্যাঙ্কে খুন করা হয়েছে। কেউ এই বিষয় নিয়ে বলেনি। কেউ এর নিন্দাও করেনি।ইজরায়েলিরা প্রতিদিন জায়গা দখল করছে, বাড়ি বানাচ্ছে, জেল করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে।"

হামাসের অতর্কিতে আক্রমনের জেরে ইতিমধ্যেই ৭০০ মানুষ মারা গেছেন, আহত হয়েছেন ২০০০ জনেরও বেশি।ইজরায়েলের তরফে এটিকে কেন্দ্র করে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।এই বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভক্ত হয়ে গিয়েছে ২ পক্ষ।