Nikki Yadav (Photo Credit: Video Screen Grab)

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুনের রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে (Delhi) আরও একটি নৃশংস খুন। এবারও লিভ ইন পার্টনারকে খুন করে ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ অভিযোগ ওঠে। দিল্লির নিকি যাদবকে (Nikki Yadav) খুনের অভিযোগ ওঠে একত্রবাস সঙ্গী সাহিল গেহলটের বিরুদ্ধে। নিকিকে খুন করে সাহিল তাঁর মৃতদেহ ফ্রিজে লুকিয়ে, ১০ ফেব্রুয়ারি বিয়ে করে নেয়। দিল্লির ধাবার কাছে রাখা একটি ফ্রিজ থেকে নিকি যাদবের দেহ উদ্ধারের পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। ১৪ ফেব্রুয়ারি সাহিল গেহলটকে গ্রেফতারের পর নিকি যাদবের খুন নিয়ে যথন তোলপাড় শুরু হয়ে যায়, সেই সময় প্রকাশ্যে এল নয়া সিসিটিভি ফুটেজ।

 

যে সিসিটিভি ফুটেজে শেষবারের মত দেখা যায় নিকি যাদবকে। দিল্লির যে বাড়িতে নিকি, সাহিল থাকতেন, সেখাকার সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখা যায় ওই তরুণীকে। খুনের আগে নিকি যাদবকে ওই ভিডিয়োতে শেষবারের মত দেখার পরপরই ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত গত ৯ ফেব্রুয়ারি নিকি যাদবকে দিল্লির ওই বাড়ির সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে দেখা যায়।

সাহিল গেহলট কেন অন্য কাউকে বিয়ে করছেন, তা নিয়ে নিকির সঙ্গে জোর বিবাদ শুরু হয়। এমনকী খুনের আগে নিকি যাদব এলং সাহিল গেহলট গাড়ির মধ্যেই লড়াই শুরু করেন। এরপর সাহিল গাড়িতে থাকা কেবিলের তার জড়িয়ে নিকিকে খুন করে বলে পুলিশি জেরায় উঠে আসে তথ্য। নিকিকে খুনের পর তাঁর দেহ ফ্রিজে তুলে দেয় সাহিল। এরপর পরিবারের ধাবায় সেই ফ্রিজ নিয়ে যায় সাহিল গেহলট। প্রসঙ্গত নিকি জানতেন না, তাঁর লিভইন পার্টনার অন্য মহিলাকে বিয়ে করতে চলেছেন। সাহিলের সত্যি জানার পরই তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নিকি যাদব। এরপরই নিকি যাদবকে চার্জারের কেবিল জড়িয়ে খুন করে সাহিল গেহলট।