Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৬ সেপ্টেম্বর: দিল্লি (Delhi) বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর অনেক ক্ষমতা। তাঁর ক্ষমতার উৎস বিভিন্ন জায়গায় কিন্তু মোদী ঈশ্বর নন। ঈশ্বর তো অবশ্যই আছেন। কেউ তাঁকে ভগবান বলে ডাকেন আবার কেই তাঁকে বলেন আল্লা। সেই সর্বশক্তিমান তাঁর সঙ্গে রয়েছেন। এমনই মন্তব্য করেন আপ প্রধান। আবগারী দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়ে তিহাড় জেল থেকে বের হন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে জামিনে মুক্ত হয়ে দিল্লি মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়েন কেজরিওয়াল।

আরও পড়ুন: Arvind Kejriwal: হরিয়ানার ছেলেকে ভাঙা অত সহজ নয়, নির্বাচনী প্রচারে মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের

এরপর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে তার দায়িত্ব সপেন অতিশীকে (Atishi)। বর্তমানে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে দিল্লি সামলাচ্ছেন অতিশী। তবে রামচন্দ্রের বনবাসকালে ভরত যেমন অগ্রজের দেওয়া দায়িত্ব পালন করেছিলেন, তিনিও তাই করছেন। কেজরিওয়াল নিজেকে নির্দোষ প্রমাণ করে ফের দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসবেন। সেই দিনের জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন বলে জানান অতিশী।

বিধানসভায় দাঁড়িয়ে কী বললেন অরবিন্দ কেজরিওয়াল...