শুধু দিল্লি পাবলিক স্কুল (Delhi Public School) নয়, সোমবার সকালে দিল্লি-এনসিআর এলাকার একাধিক স্কুলে বোমাতঙ্কের খবর পাওয়া যায়। জানা যাচ্ছে, এদিন সকালে ইমেল মারফত একাধিক স্কুলের কর্তৃপক্ষের কাছে হুমকি আসে। তারপরেই তাঁরা পুলিশে খবর দেয়। এরপর দিল্লি, নয়ডাসহ একাধইক স্কুলে তল্লাশি চালানো হয়। যদিও কোনও কিছুই উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
পুলিশ সূ্ত্রে খবর, এদিন সকালে একাধিক স্কুলে ছাত্রছাত্রীরা চলে এসেছিল। ফলে তল্লাশি অভিযানে গিয়ে আগে পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলের বাইরে বের করে আনা হয়। অনেক স্কুল মেইল পাওয়ার পরই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়। স্কুল ফাঁকা হওয়ার পর ঘন্টাখানেক ধরে চলে তল্লাশি। যদিও কোনওকিছুই উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। আপাতত কে এই মেইল পাঠিয়েছে এবং তাঁর উদ্দেশ্য কী? সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
#WATCH | Dog Squad and Bomb Disposal Squad conduct checking at Delhi Public School, Noida, which received an email regarding a bomb threat this morning. pic.twitter.com/NqTA66phah
— ANI (@ANI) May 1, 2024
এই ঘটনায় দিল্লির মন্ত্রী আতিশি জানিয়েছেন, "আমরা খবর পেয়েছি যে দিল্লির বিভিন্ন স্কুলে বোমতঙ্কের হুমকি গিয়েছে। আমাদের পুলিশ স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত হচ্ছে। দিল্লিবাসীকে অনুরোধ করবো, অযথা আতঙ্কিত হবেন না"।