Delhi Metro (Photo Credits: Wikimedia Commons)

Metro Railway: দিল্লি মেট্রোয় ভাঙল আগের সব রেকর্ড। রাখি বন্ধন উতসবের আগের দিন শুক্রবার রেকর্ড সংখ্যক যাত্রী দিল্লি মেট্রোতে সফর করলেন। গতকাল ৮ অগাস্ট, শুক্রবার দিল্লি মেট্রোয় টিকিট কেটে সফর করলেন মোট ৮১ লক্ষ ৮৭ হাজার ৬৭৪ জন যাত্রী। এত যাত্রী এর আগে কখনও দিল্লি মেট্রোয় সফর করেনি। রাখির পাশাপাশি এত রেকর্ড ভিড়ের মেট্রোর আরও একটা কারণ ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী শহরের একাংশের রাস্তায় জল জমে থাকায় আদর্শ নগর ও জাহাঙ্গিরপুরিতে বহু মানুষ সড়ক পথের বদলে মেট্রোয় সফর করেন।

কী কারণে এত ভিড়

গত বছর ২৯ অগাস্ট দিল্লি মেট্রোয় সফর করেছিলেন ৭৭ লক্ষ ৪৮ হাজার ৮৩৮ জন। সেই রেকর্ডটাই এবার ভাঙল। গতকাল, শুক্রবার রাখির আগের দিনের ভিড় সামাল দিতে দিল্লি মেট্রোয় ৯২টি অতিরিক্ত ট্রেনের ট্রিপ বরাদ্দ করেছিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। আজ, শনিবার সেখানে রাখির দিন সেখানে ৪৫৫টি অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা থাকছে।

দিল্লি মেট্রোয় রেকর্ড

দিল্লি মেট্রো: ৩৯৫ কিমি পথ জুড়ে, ২৮৯টি স্টেশন রয়েছে

প্রসঙ্গত, লাল, নীল, হলুদ, সবুজ সহ দিল্লি মেট্রোয় মোট ১০টি রঙের লাইন আছে। দিল্লির পাশাপাশি এনসিআরে আছে অ্যাকোয়া লাইন ও ব়্যাপিড লাইন। দিল্লি মেট্রো শহরের প্রায় ৩৯৫ কিলোমিটার পথ জুড়ে আছে। দিল্লি-এনসিআর-এর পাশাপাশি গুরুগ্রাম, নয়ডা, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও বাহাদুরগড়েও আছে DMRC-র মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রোতে মোট ২৮৯টি স্টেশন আছে।