Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ রাস্তা হয়েছে দু'জনের রাস্তা। তবে রা মেনে নিতে পারেননি প্রেমিক (Boyfriend)। বিচ্ছেদের (Breakup) পর তাঁর মধ্যে জেগে উঠেছে প্রতিশোধের আগুন। আর সেই আগুন নেভাতে প্রেমিকাকে সমাজের কাছে অপমানিত করতে এক ঘৃণ্য কাজ করলেন তিনি। প্রেমিকার নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে জালিয়াতির অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। অভিযুক্ত যুবকের নাম আমান। দিল্লির কৃষ্ণনগরের আনারকলি এলাকার বাসিন্দা। বয়স ২১। একজন ২৫ বছর বয়সী যুবতীর সঙ্গে সম্পর্কে ছিলেন আমান। তিনি পেশায় ইভেন্ট ম্যানেজার। সব ঠিকঠাক চলতে চলতেই মাঝে ছন্দপতন হয়। বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

প্রাক্তন প্রেমিকার নামে ভুয়ো অ্যাকাউন্ট, গ্রেফতার যুবক

এরপরই প্রাক্তন প্রেমিকার নামে নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল বানায় আমান। সেই অ্যাকাউন্ট থেকে ওই যুবতীর সহকর্মী, বন্ধুবান্ধবদের অপ্রীতিকর মেসেজ পাঠাতে থাকেন তিনি। তরুণীর পরিচিতদের সন্দেহ হয়। তাঁরা গোটা বিষয়টি ওই তরুণীকে জানায়। এরপরই দিল্লি সাইবার ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন ২৫ বছরের ওই তরুণী। তদন্তে নেমেই জানা যায়, ফেক প্রফোইলের মালিক আমান। লোকেশন ট্র্যাক করেই আমানের ঠিকানা পর্যন্ত পৌঁছয় পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় তিনি জানান যে, প্রতিশোধ নিতে গিয়ে এই কাজ করেছেন তিনি।

প্রাক্তন প্রেমিকার নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি, প্রিয়জনদের অপ্রীতিকর মেসেজের বন্যা, গ্রেফতার প্রেমিক