নয়াদিল্লি, ১৪ জুলাই: কম খরচে কোভিড-১৯ টেস্ট কিট তৈরি করলেন দিল্লির আইআইটি (Delhi IIT) কলেজের পড়ুয়ারা। করোনা সংক্রমণ রোগী শনাক্তকরণে বিকল্প পথ হিসেবে এই টেস্ট কিট যথেষ্ট সাহায্য করবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। এমনটাই মত আইআইটি ডিরেক্টরের। এই প্রথম কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্টিং কিট তৈরি করল।
আইআইটির তরফে জানানো হয়েছে, প্রতিটি টেস্ট কিটের দাম ৫০০ টাকা। এই কিটটি বাজারে সূচনা হতে চলেছে নিউটেক মেডিকেল ডিভাইসের হাত ধরে। এই বিশেষ কিট 'করসিওর'-র উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন মানব কল্যান উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী রমেশ পোখরিয়াল এবং প্রতিমন্ত্রী সঞ্জয় ধোতরে। ইতিমধ্যেই আইসিএমআরের তরফে এই কিটটি ব্যবহারের জন্য মান্যতা দেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ ১৫ জুলাই কিটটি বাজারে আসতে চলেছে। আইআইটি দিল্লির তরফে জানানো হয়েছে, নিউটেক মেডিকেল ডিভাইস মারফত মাসে ২ মিলিয়ন মানুষের কোভিড টেস্ট করা যাবে।
মঙ্গলবার দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৮,৪৯৮। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৯ লাখ। ৮ লাখ ছোঁয়ার মাত্র তিনদিনের মধ্যেই ৯ লাখ ছুঁল আক্রান্তের সংখ্যা।