Manish Sisodia (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ৩ জুলাই: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-র জামিনের আবেদন আরও একবার খারিজ হল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি (Delhi Excise Policy) মামলায় চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে জেল বন্দি আপ শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া। চার মাস পরেও মণীশের জামিনের আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

আবগারি নীতি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে মণীশের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। তবে আপ-এর অঘোষিত নম্বর টু-র দাবি তার বিরুদ্ধে কোনও অভিযোগেরই প্রমাণ নেই, তাই তাকে জেল থেকে ছাড়া হোক। কিন্তু প্রভাবশালী তত্ত্বে আরও একবার খারিজ হল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিন। আরও পড়ুন- জাতীয় পুরুষ কমিশন চেয়ে জনস্বার্থ মামলায় সায় দিল না সুপ্রিম কোর্ট

দেখুন টুইট

গত মাসের গোড়ায় মণীশকে ৭ ঘণ্টার জন্য তার বাড়িতে অসুস্থ স্ত্রী-র সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল আদালত। আদালতের অনুমতি পেয়ে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে গিয়েছিলেন তিনি।