গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লি ও তাঁর পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। আর শুক্রবার সকাল হতেই জলমগ্ন দিল্লির একাংশ। একাধিক জায়গায় গাড়ির ছাঁদ পর্যন্ত জল চলে গিয়েছে, ভেসে বেড়াচ্ছে বাইক। ভিড়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। অন্যদিকে টানা বৃষ্টির কারণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মিনাল ১-এর ছাঁদ, ব্যাহত মেট্রো চলাচল। সবমিলিয়ে মরসুমের প্রথম বৃষ্টিতেই জলের তলায় দিল্লির একাংশ। এই নিয়ে ইতিমধ্যে বিরোধীদের নিশানায় আপ সরকার। বিজেপির অভিযোগ, তাঁরা বারংবার রাজ্য সরকারকে বলেছিল পিডব্লুউডি-র পাইপলাইনগুলি পরিস্কার রাখতে, কিন্তু প্রশাসন এই বিষয়টিতে কর্ণপাত করেননি।

যদিও বেলা গড়াতেই জল নামানোর ূবিষয়ে যুদ্ধকালীন তৎপরতা নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছে দিল্লি সরকার। মন্ত্রীদের পাশাপাশি থাকবেন ভারপ্রাপ্ত বিভাগীয় আধিকারিকরা। জানা যাচ্ছে, দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ফলে এখন দেখার কত তাড়াতাড়ি দিল্লির জমা জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাঁদ। এই ঘটনায় একজনের মৃত্যু এক ও আহত কমপক্ষে আটজন। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে দিল্লির কাইজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে জলের মধ্যে আটকে যায় একটিি যাত্রীবাহী বাস। প্রায় ৮ফুট সমান জলের তলায় মরণ বাঁচন পরিস্থিতির সম্মুখীন হন যাত্রীরা। প্রায় দুঘন্টা পর পুলিশ এবং উদ্ধারকারী দল এসে এক এক করে সমস্ত যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেইয