Sushma Swaraj Cremated: লোধী ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীমতী স্বরাজের শেষকৃত্য, চোখের জলে শেষ বিদায়
স্ত্রীকে সেষ শ্রদ্ধা জানাচ্ছেন সুষমা স্বরাজের স্বামী ও কন্যা (Photo Credit: ANI Twitter)

দিল্লি, ৭ আগস্ট:  রাজধানীর লোধী ঘাটে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হল। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ভারতীয় রাজনীতির বর্ণময় ব্যক্তিত্ব তথা সুপার মম সুষমা স্বরাজ। বিজেপির সদর দপ্তর থেকে যখন শেষযাত্রায় রওনা হন সুষমা স্বরাজ তখন প্রয়াত নেত্রীর খাটিয়া কাঁধে তুলে নিলেন কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযুষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী রবীশংকর প্রসাদ। পিছনে পিছনে হাজারো বিজেপি নেতা-কর্মী-জনপ্রতিনিধিরা। শুধু বিজেপি কর্মী কেন অসংখ্য সাধারণ মানুষ শ্রীমতী স্বরাজের শেষযাত্রায় আবেগ ধরে রাখতে না পেরে কাঁদলেন। আরও পড়ুন-Sushma Swaraj Cremated: শেষযাত্রায় সুষমা স্বরাজের দেহ বহন করলেন যে চার বিজেপি শীর্ষ নেতা

বুধবার সকালে সুষমা স্বরাজের নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত নেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। প্রিয় নেত্রী তথা রাজনৈতিক সহকর্মীকে শায়িত দেখে এবার আর চোখের জল ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। আর চির বিদায়ের সময় যত এগোচ্ছে ততই যেন শোকের চেহারাটা একটু একটু করে বড় হচ্ছে। প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন তাঁর বাসভবনে যান বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, বিএসপি নেতা রামগোপাল যাদব, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, “ভারত এক মহান নেতাকে হারাল। সুষমাজি খুব ভাল মানুষ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।” অন্য দিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুষমা স্বরাজের মৃত্যুতে আমি মর্মাহত।তাঁকে ১৯৯০ সাল থেকে জানি। আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও, সংসদে আমরা একসঙ্গে অনেক ভাল সময় কাটিয়েছি।এক জন ভাল মানুষ, রাজনীতিক ছিলেন।”

এ দিন অমিত শাহ বলেন, “ওঁর মৃত্যু গোটা দেশের রাজনীতির পক্ষে অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে গোটা বিশ্বে দেশের খ্যাতি বাড়িয়েছেন সুষমা।” অন্য দিকে, বিজেপি প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী বলেন, “সুষমাজির সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছি। ৮০-র দশকে যখন দলের সভাপতি ছিলাম, সে সময়েই তাঁকে আমার দলে এনেছিলাম। ধীরে ধীরে দলের অন্যতম জনপ্রিয় নেত্রী হয়ে উঠেছিলেন। মহিলাদের রোল মডেল ছিলেন তিনি।”