Delhi Flood (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৪ জুলাই: যমুনার (Ymauna) জল বেড়ে দিল্লিকে (Delhi) যেভাবে জলমগ্ন করে দিয়েছে, তা আগে কখনও দেখা যায়নি। নাজেহাল দিল্লিবাসীর মুখে এবার এমন কথাই শোনা যাচ্ছে। গত কয়েক ঘণ্টায় যমুনার জল না বাড়লেও, তা এবার সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারের সম্মুখে পৌঁছে গিয়েছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জল বাড়ছে হু হু করে। যার জেরে মুখ্যমন্ত্রীর অফিসও প্রায় জলমগ্ন বলে খবর। যমুনার জল যেভাবে বাড়ছে, তার জেরে বৃহস্পতিবারই সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল যেগুলি নদীর আশপাশে রয়েছে, তা বন্ধ করার নির্দেশ দেন। সেই সঙ্গে দিল্লির নীচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন: Delhi Flood Fury: যমুনার জল কতটা বেড়েছে, ফ্রান্স থেকে শাহকে ফোন করে দিল্লির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গত ৫ দিন ধরে প্রায় গোটা উত্তর ভারত জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। যার জেরে উত্তর ভারত থেকে একের পর এক জলবন্দি অবস্থার ছবি উঠে আসছে। যার মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পরিস্থিতি জটিল আকার নিয়েছে।