Narendra Modi, Amit Shah (Photo Credit: Instagram)

দিল্লি, ১৪ জুলাই: ২ দিনের ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সফরের মাঝামাজি সময়ে এবার দিল্লিতে (Delhi)  যমুনার (Yamuna) জল কতটা বেড়েছে, বন্যা পরিস্থিতি কেমন, তা নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফরের মাঝে সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ ঘণ্টায় যমুনার জল কমতে শুরু করবে বলে মোদীকে আশ্বস্ত করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের তরফে এ বিষয়ে ট্যুইট করা হয়। যমুনার জলে নাজেহাল দিল্লির খোঁজ নেন প্রধানমন্ত্রী। এবং তাঁদের মধ্যে দিল্লির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের ট্যুইটে।

এসবের পাশাপাশি দিল্লির জলমগ্ন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। সেই সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। সাধারণ মানুষকে যাতে কোনও রকমের অসুবিধার সম্মুখীন হতে না হয়,  সে বিষয়ে সমস্ত ধরনের প্রচেষ্টা অব্যাহত বলে প্রধানমন্ত্রীকে জানান অমিত শাহ।