Yamuna River (Photo Credit: ANI)

দিল্লি, ১৪ জুলাই: দিল্লিতে হু হু করে বাড়ছে যমুনার জল। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত যমুনার জল বেড়ে দাঁড়িয়েছে ২০৮.৪০-তে। দিল্লির লোহা পুল থেকে যমুনার নদীর এই দৃশ্য ধরা পড়তেই ফের চিন্তা বাড়ছে ভারতের রাজধানী শহরের অবস্থা নিয়ে।  প্রসঙ্গত গত ৪৫ বছরের রেকর্ড ভেঙে এবার হু হু করে বাড়ছে যমুনার জল।

আরও পড়ুন: Delhi Flood Fury: যমুনায় নাজেহাল দিল্লি, সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার সম্মুখে পৌঁছে গেল নদীর জল, দেখুন

যমুনার জল বাড়তে শুরু করায়, দিল্লির একাধিক এলাকা যখন জলমগ্ন, সেই সময় বন্ধ করে দেওয়া হয় একের পর এক রাস্তা। যার জেরে দিল্লিতে শুরু হয় যানজট। দিল্লিবাসীকে এক নাগাড়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জলের মধ্যে। কখনও বাই, কখনও গাড়ি কিংবা পায়ে হেটে অতি সাবধানে বর্তমানে পার করতে হচ্ছে রাজধানী শহরের রাস্তা।

 

এদিকে ২ দিনের ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সফরের মাঝামাজি সময়ে এবার দিল্লিতে (Delhi)  যমুনার (Yamuna) জল কতটা বেড়েছে, বন্যা পরিস্থিতি কেমন, তা নিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফরের মাঝে সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ ঘণ্টায় যমুনার জল কমতে শুরু করবে বলে মোদীকে আশ্বস্ত করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের তরফে এ বিষয়ে ট্যুইট করা হয়। যমুনার জলে নাজেহাল দিল্লির খোঁজ নেন প্রধানমন্ত্রী। এবং তাঁদের মধ্যে দিল্লির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের ট্যুইটে।