Representative image

দিল্লি, ২৯ অগাস্ট:  যমুনা (Yamuna) নদীতে (River) তলিয়ে গেল পরপর ৫ যুবক। যমুনা নদীতে বিসর্জনের সময় আচমকাই তলিয়ে যায় ৫ যুবক। কৃষ্ণ পুজোর পর রবিবার তা বিসর্জনের সময় আচমকা দুর্ঘটনা ঘটে। অঙ্কিত, লুসি, ললিত, বীরু, রীতু রাজ বিসর্জনের সময় আচমকা তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই পুলিশ পৌঁছে যায়।

পুলিশ (Police)  সূত্রে খবর, রবিবার যমুনা নদীতে বিসর্জনের সময় কৃষ্ণ মূর্তি নিয়ে ওই ৫ যুবক যায়। নদীতে মূর্তি ভাসানোর পর তা মাঝ পথে আটকে যায়, নদীর ঘূর্ণিতে মূর্তি আটকে গেলে, ওই ৫ যুবক সেখানে ঝাঁপ দেয়।  মূর্তির কাছে ৫ জন পৌঁছে ঘেলেও, সেখান থেকে তারা ফিরে আসতে পারেনি। ৫ যুবকই জলের ঘূর্ণিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: Viral Video: অসহায় বৃদ্ধাকে ক্রমাগত চড়, থাপ্পড়, ভিডিয়ো ভাইরাল হতেই অপরাধীদের শাস্তির দাবি

পুলিশ এবং উদ্ধারকারী দল ৫ যুবকের দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠায় সফদরজঙ্গ হাসপাতালে।