দিল্লি আবগারি নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) তলব করল সিবিআই। রবিবার সিবিআই এর দফতরে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী।তাঁর সঙ্গে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এছাড়া আরও অনেকেই কেজরিওয়ালের সঙ্গে সিবিআই এর দফতর পর্যন্ত যাবেন বলে জানা গেছে।
আম আদমি পার্টির তরফে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর সিবিআই হাজিরা নিয়ে ।এছাড়া ভুল তথ্য আদালতের সামনে দেওয়ার অভিযোগে সিবিআই এবং ইডির বিরুদ্ধে আদালতে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে আপ বলে জানা গেছে।
একই মামলায় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ২৬ শে ফেব্রুয়ারী মণীশকে গ্রেফতার করে সিবিআই , আবার মার্চের ৯ তারিখে ইডি গ্রেফতার করে মণীশকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি তার নিজের ইচ্ছেমতো ব্যবহার করছে, এমনটাই অভিযোগ জানিয়েছিলেন তিনি। আজ একটি বক্তব্যে তিনি জানান, "বিজেপি বলছে আমি দুর্নীতিতে যুক্ত, আমি একদা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কমিশনার ছিলাম, আমি যদি চাইতাম তাহলে কোটি টাকা আয় করতে পারতাম"। যদি অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিগ্রস্থ হয় তাহলে এই পৃথিবীতে কেউ এমন নেই যে সৎ"বলে জানান তিনি।
Delhi excise policy: Kejriwal to appear before CBI today, AAP to stage protest
Read @ANI Story | https://t.co/cHDrsSquER#Kejriwal #DelhiExcisePolicy #DelhiLiquorCase #AAP #Delhi #CBI pic.twitter.com/JWkIXzkUfU
— ANI Digital (@ani_digital) April 16, 2023
#WATCH | You (BJP) say that I am corrupt. I was a Commissioner in the Income Tax department, I could have earned crores if I wanted to. If Arvind Kejriwal is corrupt then there is no one in this world who is honest: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/ai3BW5ZKJz
— ANI (@ANI) April 16, 2023