২০২১ সালের আটিবিপি কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের মামলায় বাংলার যোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইকোমেট্রির ৩ ডিরেক্টর সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের (Delhi Police) ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ৩ আধিকারিক কলকাতার বাসিন্দা। তাঁদের গত বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে দিল্লির আদালতে পেশ করা হয়। তাঁরাই এই মামলার মূল অভিযুক্ত বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। অন্যদিকে বাকি দুজন দিল্লির বাসিন্দা।
গ্রেফতার ৫ অভিযুক্ত
ধৃত ৩ পদস্থ আধিকারিকরা হলেন অমিতাভ রায়, জয়দীপ গোস্বামী ও শুভেন্দু কুমার পাল। এরা সকলেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইকোমেট্রির ওই পরীক্ষার দায়িত্বে ছিলেন। অন্যদিকে বাকি দুই অভিযুক্ত পরামর্শদাতা ও প্রিন্টিংয়ের কাজ করতেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ৫ জনকে গ্রেফতার করে।
তদন্ত জারি রেথেছে ক্রাইম ব্রাঞ্চ
দিল্লি্ ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন ২০২১ সালের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এতদিন অধরা ছিল। তবে ৩ মূল অভিযুক্তদের জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে আশা তদন্তকারীদের। প্রসঙ্গত, ২০২১ সালে আটিবিপি কনস্টেবল নিয়োগ পরীক্ষা ১৩টি শহরে হয়েছিল এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজারেরও বেশি।