আবগারি দুর্নীতি মামলায় আদৌ কি স্বস্তি পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৯ জুন। একদিকে ওইদিন যেমন তাঁর বিচার বিভাগীয় হেফাজতের শেষ দিন, তেমনই আবার ওইদিনই তাঁর জামিনের মামলার শুনানি হবে বলে জানিয়েছে দিল্লি আদালত। অবশ্য আজ তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল, কিন্তু আদলতের তরফ থেকে সেটি পিছিয়ে ১৯ জুন করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আপ সুপ্রিমোর শারীরিক পরীক্ষা যখন মেডিকেল বোর্ড করবে সেই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল থাকতে পারবেন কিনা, সেই নিয়ে তিহার জেল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে আদালত।
গত ২ জুন তিহার জেলে আত্মসমর্পন করেছিলেন কেজরিওয়াল। তার আগে শীর্ষ আদালতে গিয়েও জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। গত ৭ জুন জামিনের বিরোধীতা করেন ইডির আইনজীবী এসভি রাজু। সেই সময় বলা হয়েছিল, ইডির হাতে মুখ্যমন্ত্রীর মামলা ছাড়াও আরও অনেক মামলা রয়েছে। ইডির এই আচরণের তীব্র আপত্তি জানায় কেজরিওয়ালের আইনজীবী এবং আদালতের বিচারপতিও।
Delhi court will now hear CM Arvind Kejriwal’s bail plea on June 19, when his judicial custody is also ending. Meanwhile, the court has asked for a reply from Tihar Jail authorities on his plea to allow his wife to join the proceedings through VC when the medical board examines… pic.twitter.com/4sR5pFaSrw
— IANS (@ians_india) June 14, 2024
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর গত ১০ মে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালকে। মূলত লোকসভা নির্বাচনে দলীয় প্রচারের কারণেই তাঁকে জামিন দেয় আদালত। সেই জামিনের মেয়াদ ছিস ১ জুন। ফলে এই মেয়াদ বাড়ানোর জন্য হাজারো চেষ্টা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু প্রতিবারই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।