এই মুহূর্তে আবগারী দুর্নীীতি মামলায় অন্তবর্তী জামিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে তার মেয়াদ আগামী ১ জুন শেষ হয়ে যাচ্ছে। আর তাতেই ঘুম উড়েছে আপ সুপ্রিমোর। ভোটপ্রচারের মাঝেই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপরেই দিল্লির রউস অ্যাভিনিউ আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। এই আবেদন নিয়ে ইডির থেকে জবাব চায় আদালত।
জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণ দেথিয়ে আদালতে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত এই নিয়ে তদন্তকারী আধিকারিকদের জবাব চেয়েছে আদালত। অর্থাৎ তাঁরা যদি এর সঠিক জবাব না দিতে পারে তাহলে কেজরিওয়াল স্থায়ী জামিন পেতে পারেন। অন্যদিকে অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর মামলা প্রধানমন্ত্রী ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনও অবশ্য কোনও রায় দেওয়া হয়নি।
Delhi court issues notice to ED, seeks its response CM’s bail plea. The judge also sought agency’s reply on his plea seeking interim bail for a week on medical grounds. https://t.co/B0Omb74R77 pic.twitter.com/1C1b94nnyE
— IANS (@ians_india) May 30, 2024
প্রসঙ্গত, আবগারী দুর্নীতি মামলায় সম্প্রতি জেলবন্দি হয়েছিলেন আপ সুপ্রিমো। তবে লোকসভা ভোটের মাঝেই ছাড়া পেয়ে যান তিনি। মূলত চিকিৎসার কারণ দেখিয়ে ছাড়া পেয়েছিলেন তিনি। তারপর থেকেই অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন মুখ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত যদি জামিন মঞ্জুর না হয় তাহলে ভোট মিটলেই শ্রীঘরে যেতে হবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।